পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্ডাশিয়ান


 



পরীক্ষার্থী হয়ে পাস করতে না পারার দুঃখ কম বেশি সবার জীবনেই আছে। ফেল করে কান্নাকাটি করেছেন, এমন মানুষও অসংখ্য। এমনকি এই শোক সহ্য করে না পেরে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন এমন নজিরও কম নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই এক অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী কিম কার্ডাশিয়ান।



প্রতিবেদনে বলা হয়, আইন বিষয়ের পরীক্ষায় অংশ নিয়েছিলেন কিম। কিন্তু উত্তরপত্র নিয়ে তিনি নিজেই সন্তুষ্ট ছিলেন না। তারপরও আশায় ছিলেন মিরাকলের। যদিও শেষ পর্যন্ত তা আর ঘটেনি। গত ৭ নভেম্বর পরীক্ষার ফল প্রকাশ্যে আসার পর থেকেই কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। 



কিম বলেন, পরীক্ষা দেওয়ার পরই মনে হয়েছিল খারাপ কিছু ঘটতে যাচ্ছে। কারণ, প্রশ্নের উত্তরগুলো সেভাবে সাজাতে পারিনি। তবু মনের কোণে আশা ছিল, হয়তো মিরাকল কিছু ঘটবে। কিন্তু বিকেলে ফল প্রকাশের পর দেখলাম আমার আশঙ্কাই সত্যি হয়েছে।


সাক্ষাৎকারে কথাগুলো বলতে বলতে আবারও আবেগপ্রবণ হয়ে পড়েন কিম। তবে তার এই কঠিন সময়ে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছেন মা ক্রিস জেনার। 


সেসময় তিনি বলেন, ‘দুঃখজনক। কারণ, তুমি এত পরিশ্রম করেছ!’ তবে খোলে আরও সরাসরি মন্তব্য করেন। তিনি ইঙ্গিত দেন, ব্যস্ততা কিমের ফলাফলে প্রভাব ফেলতে পারে।



তিনি আরও বলেন, রিয়েলিটি টিভি শোর সঙ্গে একসঙ্গে এমন কঠিন পরীক্ষার প্রস্তুতি নেওয়া সহজ ছিল না। কারণ, কিমকে একদিকে আইনগত বিষয় মুখস্থ করতে হতো, অন্যদিকে টিভি শোর স্ক্রিপ্টও মুখস্থ করতে হতো।

এ সময় কিম নিজেকে ‘এই সপ্তাহে আমি একদম ব্যর্থ’ বলে সমালোচনা করেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ