জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয় ভোটগ্রহণ। যা চলে বেলা ৩টার কিছু সময় পর পর্যন্ত।
সংশ্লিষ্টরা জানান, বিকেল ৩টার দিকে ভোটগ্রহণ হওয়ার সময় নির্ধারণ করা ছিল। তাই বেলা ৩টার দিকে প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এরপর লাইনে দাঁড়ানো (৩টার আগে যারা দাঁড়িয়েছেন) শিক্ষার্থীদের ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত চলে ভোটগ্রহণ।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর সবগুলো কেন্দ্র থেকে ব্যালট বক্স বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নেওয়া হয়েছে। সেখানে পরবর্তী ভোট গণনা কার্যক্রম শুরু হবে। সকাল থেকে ভোট গ্রহণ শুরু হলেও প্রথমে শিক্ষার্থীদের আনাগোনা কম থাকলেও বেলা বাড়ার সাথে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে।
নির্বাচন কমিশনের সূত্রমতে, জকসু নির্বাচনে ৩৯টি ভোটকেন্দ্রে মোট ১৬ হাজার ৬৪৫ জন ভোটারের ভোট প্রদানের ব্যবস্থা করা হয়। পাশাপাশি হল সংসদ নির্বাচনে ১টি ভোটকেন্দ্রে ১ হাজার ২৪২ জন ভোটারের ভোট প্রদানের ব্যবস্থা করা হয়।
নির্বাচন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করে প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও গোয়েন্দা সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। র্যাব-পুলিশসহ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়। বিশ্ববিদ্যালয়ে মোতায়েন করা হয় ডগ স্কোয়াড। বিশ্ববিদ্যালয়ের সামনের বাহাদুর শাহ পার্কে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যায়, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র পদে ৪ জন, শিক্ষা ও গবেষণা পদে ৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৫ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৪ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, ক্রীড়া সম্পাদক পদে ৭ জন, পরিবহন সম্পাদক পদে ৪ জন , সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১০ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ৭ জন এবং সদস্য পদে ৭ জনের বিপরীতে ৫৭ জন প্রার্থী লড়াই করছে।

0 মন্তব্যসমূহ